Top
সর্বশেষ

ফরিদপুরে মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু

২৫ জানুয়ারি, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
ফরিদপুরে মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুরের মধুখালীতে শনিবার মৌমাছির কামড়ে সুশান্ত কুমার সাহা (৩৮) নামের এক যুবক মারা গেছেন। পশ্চিম গাড়াখোলা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় মৌমাছির কামড়ে আরো ১৬ জন আহত হন।

সুশান্ত পশ্চিম গাড়াখোলা গ্রামের পরিমল কুমার সাহার ছেলে।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, আহতরা সবাই পশ্চিম গাড়াখোলা গ্রামের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাছে থাকা মৌমাছি উড়ে এসে তাদের শরীরে কামড় দেয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. কবির সরদার জানান, সন্ধ্যার কিছু আগে মৌমাছির কামড়ে আহত ১৭ জন রোগী আসে। এর মধ্যে একজন আগেই মারা গেছেন।

এনজে

শেয়ার