Top

পুড়ে গেল ১০ একর জমির পাকা গম

২৮ মার্চ, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
পুড়ে গেল ১০ একর জমির পাকা গম
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পাটগাঁও গ্রামে ১০ একর জমির পাকা গমক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৭ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে।

ঐ গ্রামের এক কৃষক তার নিজের ক্ষেতের পাকা গম কেটে নেওয়ার পর গমের ডাটায় আগুন ধরিয়ে দেয়।  কিন্তু সেই আগুন  মুহূর্তেই পাশের পাকা গম ক্ষেতগুলিতে ছড়িয়ে পড়ে  ও ১০ একর জমির গম পুড়ে ছাই হয়ে যায়। পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিসের দুটি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রীতম সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও থানা পুলিশের একটি দল।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রীতম সাহা জানান, স্থানীয় এক কৃষক তার পাকা গম কেটে নেয়। পরে গমের ডাটায় আগুন ধরিয়ে দেয় ।  সেই আগুনে মোট ১৩ জন কৃষকের ১০ একরের গম ভস্মীভূত হয়।

শেয়ার