Top

রংপুর বিভাগে ৪৮ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬৬, মৃত্যু ১

৩০ মার্চ, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
রংপুর বিভাগে ৪৮ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬৬, মৃত্যু ১
রংপুর প্রতিনিধি :

রংপুর বিভাগে ৮ জেলায় গত ৪৮ ঘন্টায় মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত  নতুন করে ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত বিভাগে ১ লাখ ১৪ হাজার  ১৮০ জনকে করোনা টেষ্ট করে ১৬ হাজার ২শ’ ৫১ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৬শ’ ১২ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ৩৪,  গাইবান্ধায় ৯, রংপুরে ৮, ঠাকুরগাঁয় ৬, নীলফামারীতে ৩, কুড়িগ্রামে ৩, পঞ্চগড়ে ২ এবং লালমনিরহাট জেলায় ১ জন  করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, দিনাজপুর জেলায় ৪ হাজার ৮শ’ ৪৫ জন আক্রান্ত ও ১শ’ ১২ জনের মৃত্যু হয়েছে।

রংপুর জেলায় ৪ হাজার ১শ’৬৬ জন আক্রান্ত ও ৭৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৩৮ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৪শ’ ৯৯ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৩শ’ ৯২ জন অক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৩৪ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ’ ৭৪ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ৩ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানান, ৪৮ ঘন্টায় ৮ জেলার মধ্যে গতকাল মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৮ জেলায় ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে  সুস্থ্য হয়েছেন ১৬ জন।

এ পর্যন্ত বিভাগে ১ লাখ ১৪ হাজার ১৮০ জনকে করোনা টেষ্ট করে ১৬ হাজার ২শ’ ৫১ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৬শ’ ১২ জন রোগী সুস্থ হয়েছেন।

করোনা সন্দেহে রংপুর বিভাগে গত ৪৮ ঘন্টায় আরো ২০৮ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৭ হাজার ৮২ জন। একই সময়ে ৯৮ জন সহ মোট ৯৪ হাজার’ ৩০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

শেয়ার