Top

ভারত থেকে আরও দেড় লাখ টন চাল আমদানির অনুমোদন

০৭ এপ্রিল, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
ভারত থেকে আরও দেড় লাখ টন চাল আমদানির অনুমোদন

সরকার ভারত থেকে আরও দেড় লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। সরকারি গুদামের মজুত বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৭ এপ্রিল) সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল।

বৈঠক সূত্রে জানা গেছে, এর আগে অনুষ্ঠিত সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সরকারি পর্যায়ে ভারতের কৃষি বিষয়ক একটি সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে একলাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির সভায় প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে ভারতের বেসরকারি কোম্পানি পি কে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল দেশে খাদ্যের মজুত ছিল ৪ লাখ ৮৮ হাজার টন, এর মধ্যে চাল ছিল ৩ লাখ ৯৯ হাজার টন। গত ২৪ মার্চ ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। খাদ্য মন্ত্রণালয় মনে করে, নিরাপদ মজুত থাকা উচিত ১০ লাখ টন।

শেয়ার