বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত আরও তিনটি ধানের জাত অবমুক্তির অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের ন্যাশনাল সিড বোর্ডের (এনএসবি) ১০২তম সভায় এই অনুমোদন দেয়া হয়।
আউশ মৌসুমের জন্য ব্রি ধান-৯৮ এবং বোরো মৌসুমের লবণাক্ততা সহনশীল জাত হিসেবে ব্রি ধান-৯৭ ও ব্রি ধান-৯৯ চূড়ান্তভাবে অবমুক্তির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া সভায় হাইব্রিড ধানের ছয়টি জাত ও গমের দুটি জাত অবমুক্তির অনুমোদন দেয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আশ্রাফ উদ্দিন আহমেদ জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এখন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সংশ্লিষ্ট শাখা এই জাতগুলো মাল্টিপ্লিকেশন (বীজ থেকে ধান উৎপাদন করে তা বীজ হিসেবে ব্যবহার) করবে। এরপর এগুলো মানুষের কাছে দেবে। তাই সাধারণ মানুষের হাতে এই জাতগুলো যেতে আরও কিছুটা সময় লাগবে।’