Top
সর্বশেষ

রাজশাহীতে একদিনে শনাক্ত ১৫৬, মৃত্যু ৪

১৯ এপ্রিল, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
রাজশাহীতে একদিনে শনাক্ত ১৫৬, মৃত্যু ৪

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় (সোমবার বেলা ২টা পর্যন্ত) করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১৫৬ জন। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ দাঁড়াল ৩০ হাজার ১৬ জনে।

গত ২৪ ঘণ্টায় এই মহামারিতে প্রাণ হারিয়েছেন চারজন। তারা সবাই বগুড়া জেলার বাসিন্দা। রোববার (১৮ এপ্রিল) বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪০ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। এই এক দিনে সুস্থ হয়েছেন ১৪১ জন করোনা রোগী।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুল আহসান বলেন, এ পর্যন্ত বিভাগের আটটি জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ১৬ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ১৫৬ জনের।

গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় ৬৮ জনের করোনা ধরা পড়েছে। এ ছাড়া রাজশাহীতে ৪৯, সিরাজগঞ্জে ১৮, পাবনায় ১৩, নাটোরে ৫ এবং জয়পুরহাটে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এদিন নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বিভাগে করোনাজয়ী ২৫ হাজার ৮৬৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪১ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৪০৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সর্বোচ্চ ২৭৬ জনের প্রাণহানি ঘটেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৬০, নওগাঁয় ৩২, সিরাজগঞ্জে ২০, নাটোরে ১৫, চাঁপাইনবাবগঞ্জে ১৪, পাবনায় ১২ এবং জয়পুরহাটে ১১ জনের প্রাণ গেছে করোনায়।

মহামারি করোনা সংক্রমণ এড়াতে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার।

তিনি বলেন, প্রয়োজনে নমুনা পরীক্ষা করে করোনা সংক্রমণ নিশ্চিত হতে হবে। সংক্রমণ ধরা পড়লে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চললেই হবে। তবে অবস্থা জটিল মনে হলে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে।

শেয়ার