Top

বৈশ্বিক বাজারে ফের মূল্যবান ধাতু স্বর্ণের দামে রেকর্ড

২২ অক্টোবর, ২০২৪ ৮:৫৬ পূর্বাহ্ণ
বৈশ্বিক বাজারে ফের মূল্যবান ধাতু স্বর্ণের দামে রেকর্ড

বৈশ্বিক বাজারে টানা পঞ্চম দিনের মতো বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও চলমান মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা মূল্যবান ধাতুটির মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।

আন্তর্জাতিক বাজারে টানা পঞ্চম দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও চলমান মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা মূল্যবান ধাতুটির মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনাও বেড়েছে। এতে আরো ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। খবর রয়টার্স।

স্পট মার্কেটে সোমবার স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৭৩৩ ডলার ৫০ আউন্সে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ‍ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৭৪৮ ডলার ২০ আউন্সে।

এ বিষয়ে ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের অনিশ্চয়তা বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত খাত হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। মূল্যবৃদ্ধির অন্য কারণ সম্ভবত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা।’

এদিকে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর আর্থিক কার্যক্রমের সঙ্গে যুক্ত স্থানগুলোয় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ খবরে বৈরুতের শত শত বাসিন্দা তাদের আবাসস্থল ছাড়ছেন।

রাজনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময় স্বর্ণ খাত বিনিয়োগের একটি নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়। চলতি বছরের এ পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম ৩২ শতাংশ বেড়েছে।

স্টাউনোভো আরো বলেন, ‘বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান শক্তিশালী চাহিদাও স্বর্ণের দামকে সমর্থন করছে। আমরা ধারণা করছি আগামী ১২ মাসে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ৯০০ ডলারে পৌঁছতে পারে। ফেডের সুদহার কমানো এ ধারণাকে আরো সমর্থন করবে।’

সিএমই ফেড ওয়াচ টুল অনুযায়ী, নভেম্বরে ফেড সুদহার কমাতে পারে, এমন সম্ভাবনা ৯০ শতাংশ রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সূত্রের দেয়া তথ্যানুযায়ী, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ডিসেম্বরে আরো সুদহার কমানোর সম্ভাবনা রয়েছে। এদিকে যুক্তরাজ্যের মূল্যস্ফীতিও গত মাসে দ্রুত কমেছে। এতে ব্যাংক অব ইংল্যান্ডেরও আগামী মাসে সুদহার কমানোর সম্ভাবনা আরো বেড়েছে।

এদিকে বুলিয়নের মূল্যবৃদ্ধির কারণে বিশ্ববাজারে রুপার দামও অব্যাহত বাড়ছে। গত ১২ বছরের সর্বোচ্চে পৌঁছেছে ধাতুটির দাম। গতকাল স্পট মার্কেটে রুপার বাজারদর বেড়েছে আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩৪ ডলার শূন্য ৬ সেন্টে, যা ২০১২ সালের শেষের পর সর্বোচ্চ।

স্পট মার্কেটে প্লাটিনামের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ১৮ ডলার ৯০ সেন্টে পৌঁছেছে, যা গত জুলাইয়ের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ। তবে গতকাল প্যালাডিয়ামের দাম কমেছে। আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৭৫ ডলার ৮৭ সেন্টে নেমেছে।

এনজে

শেয়ার