Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

রূপসায় রাজু বাহিনীর প্রধান রাজু বন্দুকের বাটসহ গ্রেফতার

১৯ এপ্রিল, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
রূপসায় রাজু বাহিনীর প্রধান রাজু বন্দুকের বাটসহ গ্রেফতার
খুলনা প্রতিনিধি :

সুন্দরবনের বনদস‍্যু রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লা(৪৯) কে রূপসা থানা পুলিশ বন্দুকের বাটসহ গ্রেফতার করেছে।
তার নামে হত‍্যা, চাদাবাজি,অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন,ওসি তদন্ত সিরাজুল ইসলাম ও এস আই বাবলা দাস সহ রুপসা থানার একটি দল

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ এপ্রিল রাতে নিজ বাড়ি থেকে তাকে গেফতার করে। পরে তার বসত বাড়িতে তল্লাশি করে একটি দেশী তৈরী বন্দুকের বাট ও একটি অস্ত্রের বোল্ট উদ্বার করে।

উল্লেখ করা যায় ২০১৭ সালে খুলনায় র‍্যাবের হাতে অস্ত্র জমা দিয়ে রাজু ও তার বাহিনীর সদস‍্যরা আত্নসমর্থন করে।

কিনতু কিছুদিন পূর্বে জেল থেকে ছাড়া পেয়ে সে স্বাভাবিক জীবনে ফিরে না এসে পূর্বের জীবনে ফিরে যাবার জন দল সংগঠিত করার চেষ্টা করছে বলে পুলিশ জানায়। রাজু উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহাদাত মোল্লার ছেলে।

এব‍্যাপারে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার