Top

খেলাপি ১০ শতাংশের বেশি হলে ঋণ পাবেন না উদ্যোক্তারা

২০ এপ্রিল, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ
খেলাপি ১০ শতাংশের বেশি হলে ঋণ পাবেন না উদ্যোক্তারা
নিজস্ব প্রতিবেদক :

নতুন উদ্যোক্তাদের ‘স্টার্ট আপ ফান্ড’ নামে কম সুদে ঋণ দিতে ৫শত কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কোন বেসরকারি ব্যাংকের বিতরণ করা ঋণের ১০ শতাংশের বেশি খেলাপি হলে তারা এই তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে না। তবে সরকারি খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি হলেও এ তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

গতকাল (১৯ এপ্রিল) সেমাবার বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট কর্তৃক ইস্যু কৃত মহাব্যবস্থাপক হুসনে আরা শিখা স্বাক্ষরিত একটি সার্কুলার জারি করে। চিঠিটি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে কোনো ব্যাংকের তাদের বিতরণ করা মোট ঋণের মধ্যে ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে তারা এই তহবিল থেকে কোনো পুনঃঅর্থায়ন সুবিধা পাবে না। একই সঙ্গে বেসরকারি খাতের ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত হারে মূলধন, নগদ জমা ও বিধিবদ্ধ আমানত সংরক্ষণ করতে হবে। তবে নতুন এ উদ্যোক্তারা তহবিল থেকে সরকারি খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

কোনো একক গ্রুপ বা প্রতিষ্ঠানকে দেওয়া বড় অংকের ঋণ সীমার বিষয়টি পরিপালন করতে হবে। ঝুঁকি ব্যবস্থাপনা ও মানি লন্ডারিং আইনের বিধি বিধানগুলো পরিচালন ও ব্যাংকিং ব্যবসার অভিজ্ঞতা কমপক্ষে এক বছর হতে হবে। এসব শর্ত পরিপালন করলেই কেবল বেসরকারি ব্যাংকগুলো এ তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। সরকারি খাতের ব্যাংকগুলোর ক্ষেত্রে এসব শর্ত পরিপালন করতে হবে না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সরকারি ব্যাংকগুলোর বিপরীতে সরকারের গ্যারান্টি রয়েছে। ফলে তাদের ঋণ দিলে কোনো ঝুঁকি নেই। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে ঝুঁকি আছে। এ কারণে সরকারি ব্যাংকের ক্ষেত্রে কোনো শর্ত রাখা হয়নি।

গত ২৯ মার্চ বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে ও কম সুদে ঋণ দিতে ৫০০ কোটি টাকার একটি ‘স্টার্ট আপ ফান্ড’ গঠন করে। এ তহবিল থেকে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। ৫ বছর মেয়াদি এ ঋণের গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ এক বছর। নতুন নতুন উদ্যোগ, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য উৎপাদন খাতে ঋণ অগ্রাধিকার পাবে। ২১ থেকে ৪৫ বছরের উদ্যোক্তারা ঋণ পাবেন। কোনো ঋণ খেলাপি ঋণ পাবেন না।

সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ দেওয়া যাবে। ঋণের অর্থ একসঙ্গে দেওয়া হবে না। তিনটি কিস্তিতে দিতে হবে। এক্ষেত্রে কোনো সম্পত্তি জামানত দিতে হবে না। গ্রাহকের ব্যক্তিগত গ্যারান্টি, শিক্ষাগত, কারিগরি শিক্ষা সনদ জামানত হিসাবে গ্রহণ করা হবে। মোট তহবিলের ১০ শতাংশ নারীদের দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে শূন্য দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ দেবে। ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে আরও সাড়ে তিন শতাংশসহ সর্বোচ্চ চার শতাংশ আদায় করতে পারবে। তবে কোনো ব্যাংক ইচ্ছে করলে এর চেয়ে কম সুদে ঋণ দিতে পারবে। এর বাইরে অন্য কোনো সুদ বা চার্জ আরোপ করা যাবে না।

কোনো ব্যাংক এই তহবিল ব্যবহারে অনিয়ম করলে তাদের আরও ২ শতাংশ হারে জরিমানা করা হবে। তহবিলটি হবে ঘূর্ণায়মান। সুদসহ মূল ঋণ আদায় হলে এর পরিমাণ বাড়তে থাকবে।

শেয়ার