Top

আটজনের মধ্যে অষ্টম হলেন বাংলাদেশের মারিয়া

২৩ এপ্রিল, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
আটজনের মধ্যে অষ্টম হলেন বাংলাদেশের মারিয়া

নানা জটিলতা পেরিয়ে উজবেকিস্তান পৌঁছান ভারত্তোলক মনিরা কাজী ও জিয়ারুল আলম। আজ (শুক্রবার) এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মনিরা ৮১ কেজি ওজন শ্রেণিতে লড়েছেন।

বাংলাদেশের ভারত্তোলক ভালো করতে পারেননি। চূড়ান্ত পর্বে আট জনের মধ্যে ৮ম হয়েছেন। তার ক্যাটাগরিতে ব্রোঞ্জ তুর্কিমেনস্তানের আয়সলোতান। তিনি ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তুলেছেন ২১৮ কেজি সেখানে মনিরা তুলেছেন মাত্র ১৫৫ কেজি।

এশিয়ান ভারোত্তোলন থেকে বাংলাদেশের অবস্থান কত দূরে এতেই স্পষ্ট হয়। খুব বেশি ভার বইতে পারেননি বাংলাদেশের নারী ভারোত্তোলক কাজী মনিরা।

শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ১৫৫ কেজি তুলে বাদ পড়েছেন তিনি। ৮১ কেজি ওজন শ্রেনীতে স্ন্যাচে ৬৫ কেজি তুললেও দুইবারের চেষ্টায় ৭০ কেজিও তুলতে পারেননি।

অন্যদিকে ক্লিন অ্যান্ড জার্কে ৯০ কেজি তুললেও ৯৫ কেজি তুলতে ব্যর্থ হন। আগামীকাল ১০২ কেজি ওজন শ্রেণিতে লড়বেন জিয়ারুল ইসলাম।

মাবিয়া আক্তার সীমান্ত ফ্লাইট জটিলতায় এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি। দুই ভারত্তোলক ছাড়া এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন শাহরিয়া সুলতানা ও ফারুক সরকার।

শেয়ার