Top

আজ শেষ হচ্ছে প্যারিস অলিম্পিক

১১ আগস্ট, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ
আজ শেষ হচ্ছে প্যারিস অলিম্পিক

প্রায় ১৫ দিনব্যাপী প্যারিস অলিম্পিক শেষ হচ্ছে আজ রোববার । তার একদিন আগে আসরকে সফল দাবি করে ফ্রান্সের সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টনি এস্টানগেট।

প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগে আন্দোলনে নামে বেশ কয়েকটি সংস্থা। তারা অভিবাসীদের বাসস্থান দখল ও পানি দূষিত হয়ে যাওয়ার বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়। অনেক প্রতিকূলতাকে জয় করে জাঁকজমকপূর্ণ আসর আয়োজন করে কর্তৃপক্ষ। এর মাঝে ছিল কয়েকটি বিতর্কও। সিন নদীর পানি দূষিত হওয়ায় নির্ধারিত সময়ে হয়নি ট্রায়াথলনের কয়েকটি ইভেন্ট।

বিতর্ক সত্ত্বেও প্যারিসবাসীর আতিথেয়তায় হয়তো মুগ্ধ পর্যটকরা। এ জন্যই সমাপনীর একদিন আগে সাধারণ মানুষের প্রশংসা করে টনি এস্টানগেট বলেন, ‘আমি সফল। এই পর্যায়ে এসে এটা আমি বলতেই পারি। তবে একা নই, এই সফলতার ভাগিদার আমার দেশ এবং প্যারিসের সাধারণ নাগরিকরা। আমরা শেষ দুই বছর প্রতিদিন এই আয়োজনের সফলতার জন্য কাজ করে গেছি। হাজারো সমস্যা এসেছে আমাদের সামনে, আমরা সবাই একসঙ্গে সব মোকাবিলা করেছি। ক্রীড়া বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি, চেষ্টা থাকলে কী করা সম্ভব। আমি আমার শহর এবং এখানকার মানুষদের নিয়ে গর্বিত।’

ফ্রান্সের এই অভাবনীয় সাফল্য আকর্ষণ করেছে লস অ্যাঞ্জলেস অলিম্পিক কমিটিকে। সমাপণী উপলক্ষ্যে এই মূহূর্তে প্যারিসে আছেন ২০২৮ এলএ অলিম্পিক কমিটির কর্তা ব্যক্তিরা। পুরো অলিম্পিক ভিলেজ ঘুরে দেখেছেন তারা। পর্যবেক্ষণ করেছেন নিরাপত্তা ব্যবস্থাও। পরে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা জানান, এই শিক্ষা কাজে লাগাবেন নিজেদের আসরে। পাশপাশি প্যারিসের গণপরিবহন ব্যবস্থা নিয়েও স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তারা।

বিএইচ

শেয়ার