হবিগঞ্জ জেলায় আরো ৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৭৩০ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫ ও সুস্থ হয়েছেন ১২৬৯ জন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর ৬ ও বাহুবল উপজেলায় ১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে গত ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ১ হাজার ৭৩০ জন। এদের মধ্যে হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ) ৮৪৬, চুনারুঘাট ২৪৫, মাধবপুর ১৮৯, নবীগঞ্জ ১৭৪, বাহুবল ১১৮, লাখাই ৪৩, বানিয়াচং ৭৫ ও আজমিরীগঞ্জ উপজেলায় ৪০ জন।