Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

জাবিতে এবারের পর থাকছে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ

০১ মে, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
জাবিতে এবারের পর থাকছে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পর থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছেনা।

শনিবার (১ মে) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই বিষয়ে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির একাধিক সদস্য জানান, ‘সম্প্রতি ভর্তি পরীক্ষার যে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা মানবিক কারণে বাতিল করা হয়েছে। এছাড়া পরবর্তী শিক্ষাবর্ষ থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থাকবেনা ।’

উল্লেখ্য, বাংলাদেশের স্বায়ত্তশাষিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পেত।

শেয়ার