ভারত থেকে সরাসরি দেশে ফেরার সুযোগ ছিল না তাদের। করোনায় দিশেহারা দেশটিতে আইপিএল থমকে গেলে ডেভিড ওয়ার্নারসহ অন্য অস্ট্রেলিয়ান খেলোয়াড়, স্টাফরা চলে যান মালদ্বীপে। সেখান থেকেই দেশে ফেরার কথা তাদের। কিন্তু সেই দ্বীফ দেশটিতে গিয়ে রীতিমতো ঝগড়া লেগে গেল। ডেভিড ওয়ার্নার ও মাইকেল স্ল্যাটারের মধ্যে ঝগড়া থেকে হাতাহাতি এখন বড় খবর।
মালদ্বীপে এই কাণ্ড ঘটালেন অস্ট্রেলিয়ার বর্তমান ও সাবেক ক্রিকেটার। অবশ্য বহু দিনের বন্ধু হিসেবেই পরিচিত তারা। তারপরও হঠাৎ মতবিরোধ আর সেখান থেকে মারামারি করলেন ওয়ার্নার-স্ল্যাটার। তবে ঘটনা অস্বীকার করেছেন দু’জনই।
এক পানশালায় এমন ঘটনা ঘটেছে বলে জানাল অস্ট্রেলিয়ার একটি পত্রিকা। তবে স্ল্যাটার খবর উড়িয়ে দিয়ে বলেন, ‘গুজবে কান দেবেন না। ওয়ার্নার ও আমি দারুণ বন্ধু। আমাদের মধ্যে মারপিট হওয়ার কোনও সুযোগ নেই।’ কিন্তু ঘটনা যে ঘটেছে সেটি সত্য বলেই জানাল অজি মিডিয়া।
ভারতে আইপিএল খেলতে যাওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এখন আছেন মালদ্বীপে। সেই দলে আছেন প্রশিক্ষক, ধারাভাষ্যকাররাও। এখান থেকেই অস্ট্রেলিয়ার পথে উড়াল দেবেন তারা। তার আগেই এমন ঘটনা বেশ উত্তাপই ছড়াল!