Top

শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ জনের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

২০ মে, ২০২১ ৩:১১ অপরাহ্ণ
শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ জনের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

আসন্ন শ্রীলঙ্কার সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী ২৩ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু দুপুর ১ টায়। প্রতিটি দিবা-রাত্রির ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৫ মে। তৃতীয় ও শেষ ম্যাচটি ২৮ মে।

বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদী হাসান, শরিফুল ইসলাম

শেয়ার