ইরানের নৌবাহিনীর বৃহত্তম জাহাজে আগুন লাগার পর সেটি হরমুজ প্রণালীর কাছে ডুবে গেছে।
একজন সেনা সদস্য জানান, বুধবার স্থানীয় সময় ভোরে খার্গ ওয়েল টার্মিনাল দ্বীপের কাছে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এবং প্রায় ২০ ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করা হয, কিন্তু তারা ব্যর্থ হন।
গভীর রাতে একটি ছবি তোলা হয়, যেখানে দেখা যায় লাইফ জ্যাকেট পরে জাহাজের ক্রুরা ছুটো ছুটি করছেন এবং তাদের পেছনে আগুন জ্বলছে। আকাশে ঘন ধোঁয়া উড়ছে এবং আগুন তখনও জ্বলছিল।
ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে এটি একটি প্রশিক্ষণ জাহাজ ছিল এবং তাতে ৪০০ জনের মতো ক্রু ছিলেন। তবে তারা সবাই নিরাপদে সরতে পেরেছেন।
স্থানীয় একজন সেনা কর্মকর্তা তাসনিম নিউজের বরাতে বলেছেন ২০ জন ক্রু সামান্য অগ্নিদগ্ধ হয়েছেন। তবে নৌবাহিনীর পক্ষ থেকে জাহাজটিতে আগুন লাগার কথা জানানো হলেও এর কোন কারণ জানানো হয়নি।
জাহাজ ডুবির ঘটনাকে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করেছে ইরান।
গতবছর সমুদ্রে সামরিক প্রশিক্ষণ মহড়ার সময় একটি মিসাইল ভুলভাবে নিক্ষেপ করা হয়। যার ফলে ১৯ জন নাবিক মারা যান এবং ১৫ জন আহত হন।
হরমুজ প্রণালীর সঙ্গে সংযুক্ত ওমান উপসাগর একটি গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের পাঁচ ভাগের একভাগ জ্বালানি তেল এ পথেই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে বিভিন্ন গন্তব্যে যায়। এই উপসাগরে নিয়মিত নৌ-মহড়া পরিচালনা করে ইরান।