সম্প্রতি জার্মানির যৌন নির্যাতন বেড়েই চলেছে। আর এ নির্যাতন বন্ধ করতে না পারার ব্যার্থতার দায়ে নিয়ে এবার পদত্যাগ করলেন জার্মানির জ্যেষ্ঠ ক্যাথলিক যাজকদের ম্যধ্যে অন্যতম মিউনিখের কার্ডিনাল রাইনহার্ড মার্ক্স।
তিনি পদত্যাগপত্র পোপের কাছে জমা দিয়েছেন।
গির্জার যৌন নির্যাতনে নিজের ব্যর্থতার দায়টুকু নিতেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন কার্ডিনাল রাইনহার্ড মার্ক্স। পোপকে ২১ মে লেখা এই চিঠিটি প্রকাশ করা হয় শুক্রবার৷
মিউনিখ এবং ফ্রাইসিং-এর আর্চবিশপের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন জানিয়ে মার্ক্স আরো বলেন গির্জা এখন একটি ‘কানা গলিতে’ পৌঁছে গেছে। এটা থেকে উত্তরণ করতে হবেও বলেও মনে করেন মার্ক্স।
এই পদত্যাগের ঘটনা নতুন শুরুর জন্য গির্জাকে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন জার্মানির জ্যেষ্ঠ ক্যাথলিক যাজকদের ম্যধ্যে অন্যতম মিউনিখের কার্ডিনাল রাইনহার্ড মার্ক্স।