ডাচ বাংলা ব্যাংকের ইলেকট্রিক জার্নাল পরিবর্তন করে ২ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাৎ এর ঘটনায় এক নারীসহ ৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গােয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।
বুধবার (১৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কনফারেন্স রুমে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামিরা হলেন- সায়মা আক্তার, আল-আমিন বাবু, মেহেদী হাসান, মু. মামুন ও আসাদুজ্জামান আসাদ। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪ টি মােবাইল উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হাফিজ আক্তার এ বিষয়ে বলেন, ‘ডাচ বাংলা ব্যাংকের এডিসি ডিভিশনের ঢাকায় সিনিয়র অফিসার হিসাবে কর্মরত ছিল মীর মু শাহারুজ্জামান (রনি) । রনি কর্মরত থাকা অবস্থায় তার স্ত্রীসহ গ্রেপ্তারকৃতদের সহযোগিতায় এটিএম বুথে লেনদেন করাতেন। লেনদেনের পর এটিএম এর ইলেকট্রনিক জানাল এমনভাবে পরিবর্তন করে দিতেন যাতে পরবর্তী সময়ে এটিএম থেকে টাকা না পাওয়ার অভিযােগ সঠিক বলে প্রতীয়মান হয়।’
তিনি আরো বলেন, ‘রনির দূরদর্শী কৌশলে ৬৩৭ টি এ্যকাউন্ট এর মাধ্যমে ১৩৬৩ টি লেনদেন করিয়ে প্রায় ২ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাৎ করেন।বর্তমানে মীর মােঃ শাহারুজ্জামান ওরফে রনি দেশের বাহিরে আত্মগােপন করায় তাকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে।’