রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাইবেরিয়ার কেমেরোভো ওব্লাস্টে এল-৪১০ নামে একটি বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবেলে পড়ে অনন্ত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হন।
শনিবার (১৯ জুন) সকালে রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি নিউজে বলা হয়েছে, ওই বিমানে ২০ জন ছিলেন।