পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ১০০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি ১০০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে। এর মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৯০০ কোটি টাকা এবং বাকি ১০০ কোটি টাকা গণপ্রস্তাবে ইস্যুর মাধ্যমে উত্তোলন করবে।
জানা গেছে, ব্যাংকের বেসেল তৃতীয় সম্মতির পক্ষে অতিরিক্ত স্তর -১ (এটি -১) মূলধন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের সাপেক্ষে এবং প্রয়োজনীয়তা মেনে ঝুঁকিভিত্তিক মূলধন সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে এই বন্ড ইস্যু করা হবে।
ব্যাংকটির পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর বিষয়টি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৬ আগস্ট বিশেষ সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস