চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারছে না বিশ্ববিদ্যালয়গুলো। এই অবস্থায় ভর্তি পরীক্ষার্থীদেরও করোনা টিকা দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।
বুধবারে (২৩ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ দাবি জানান সাদেকা হালিম।
তিনি বলেন, যারা ভর্তি পরীক্ষার্থী আছেন তাদেরও ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন না দিলে এত বড় পাবলিক পরীক্ষা আয়োজন করা অত্যন্ত কঠিন। টিকা না দিলে আমাদের হার্ড ইমিউনিটি তৈরি হবে না।
তিনি আরও বলেন, আমেরিকায় ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেয়া হচ্ছে। আমি আমেরিকার সাথে আমাদের তুলনা করবো না। আমাদের পাশের দেশ ভারতেও কম বয়সীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে। ফলে সেখানে করোনা সংক্রমণ কমে আসছে। এই অবস্থায় আমাদের গণহারে টিকাদান শুরু করা উচিত।