অবিশ্বাস্য প্রত্যাবর্তনে স্পেনকে কাঁপিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। দুই গোলে এগিয়ে থাকা প্রতিপক্ষকে নির্ধারিত সময়ে জিততে দেয়নি গত বিশ্বকাপের রানার্সআপরা। তবে অতিরিক্ত সময়ে গড়ানো শেষ ষোলোর ম্যাচটি ৫-৩ গোলে জিতলো স্পেন। ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়লো তারা। কোয়ার্টার ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ফ্রান্স কিংবা সুইজারল্যান্ডকে।
স্পেন গোলকিপার উনাই সিমনের নির্লিপ্ত মনোভাবের কারণে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে মুহুর্মুহু আক্রমণে গিয়ে স্পেনও আদায় করে নেয় তিনটি গোল। ৭৬ মিনিটে স্কোর ৩-১। জয়ের স্বপ্নে বিভোর স্পেন। তাদের এই স্বপ্নের রেশ কেটে গেলো কিছুক্ষণের মধ্যে। ৭ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৩-৩ ব্যবধানে।