Top
সর্বশেষ

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

২৯ জুন, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চার হাজার ৪শো টাকা জরিমানা আদায়  এবং ৫ টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার(২৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত  চন্দ্রঘোনা ইউনিয়নের এর মিশন হাসপাতাল এলাকা এবং কেপিএম এর কলা বাগান এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এইসময় মেয়াদউর্ত্তীন পণ্য রাখা, স্বাস্থ্য সনদবিহীন দোকান পরিচালনা এবং  ফ্রিজে বাসি খাবার রাখার অপরাধে মিশন ঘাট এলাকার  গাংচিল রেস্টুরেন্টকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫১ এবং ৫২ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এইছাড়া মাস্কবিহীন চলাচলের অপরাধে ৪ জন পথচারীকে একশো টাকা করে চারশ টাকা জরিমানা এবং মামলা  দায়ের  করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, করোনা সচেতনতায় মাইকিং, পোষ্টারিং এবং জরিমানা করার মাধ্যমে  জনগণকে স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা হচ্ছেে।

এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার