Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে শংক্রমণের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ

৩০ জুন, ২০২১ ১২:০২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে শংক্রমণের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলায় মঙ্গলবার সকাল ৮ টা থেকে আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮২ জনের। শনাক্তের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ। তবে মৃত্যু নেই।

নতুন ৮৯ আক্রান্তদের মধ্যে সদরে ৫৫ জন, বালিয়াডাঙ্গীতে ০৭ জন, পীরগঞ্জে ০৬ জন, রাণীশংকৈলে ১৮ জন এবং হরিপুরে ০৩ জন। ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩২৭৬ জন, যাদের মধ্যে ১৮৮৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং এপর্যন্ত মৃত্যু ৮১ জন।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ টি মামলায় বিভিন্ন জনকে ০৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার