Top
সর্বশেষ

করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা সাংসদ শিবলী সাদিকের

৩০ জুন, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা সাংসদ শিবলী সাদিকের

দিনাজপুর:

দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ) নিজ নির্বাচনী এলাকার করোনায় আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন দুই বারের নির্বাচিত সংসদ সদস্য শিবলী সাদিক।

মঙ্গলবার (২৯ জুন) বিকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

লাইভে তিনি বলেন,গ্রামে গ্রামে জ্বর ও করোনার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে আমার নির্বাচনী এলাকার চারটি উপজেলাতেই ৬০ থেকে ৭০ ভাগ করোনা রোগী শনাক্ত হচ্ছে। আমি প্রতিটি পরিবারকে অনুরোধ করছি, যে আপনারা দয়া করে টেস্ট করান। প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, সব করোনা রোগীর নাম ও ফোন নাম্বর আমার কাছে পাঠানোর জন্য। আমার নির্বাচনী এলাকার সব উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানাচ্ছি, আপনারা দয়া করে প্রতিদিন দিন যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের নাম ও মোবাইল ফোন নাম্বর আমার হোয়াটস অ্যাপে সেন্ড করবেন। আমি তাদের খোঁজখবর রাখতে চাই।

এ বিষয়ে সংসদ সদস্য শিবলী সাদিকের সাথে কথা হলে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় দরিদ্র এবং যারা সম্বল আছে কিন্তু চিকিৎসা করাতে পারছে না এমন সব পরিবারের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই। তাদের চিকিৎসা সেবা থেকে শুরু ঔষধ সবকিছু বিনামূল্যে দিতে চাই। যাতে করে আমার নির্বাচনী এলাকার একটি মানুষও যেনো করোনা আক্রান্ত হয়ে অবহেলা কিংবা চিকিৎসার অভাবে মারা না যায়। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে প্রতিদিন আমি আমার প্রতিটি নির্বাচনী উপজেলায় করোনা আক্রান্তের খোঁজ খবর নিচ্ছি। মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারা অব্যহৃত থাকবে।

শেয়ার