Top
সর্বশেষ

কঠোর লকডাউন চলছে চাঁপাইনবাবগঞ্জে

০২ জুলাই, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
কঠোর লকডাউন চলছে চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

করোনা সংক্রমনরোধে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও কঠোর লকডাউন চলছে। আজ শুক্রবার লকডাউনের দ্বতীয় দিনেও বন্ধ রয়েছে গণপরিবহন। ওষুধ, মুদিখানা, খাবারের দোকন ছাড়া বিভিন্ন বিপনিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় সাধারন মানুষের চলাচল তেমন চোখে পড়ার মত নয়। তবে জরুরী পণ্যবাহী ট্রাক ও যান চলাচল করছে। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ খোলা
রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, লকডাউনের কারণে শহরে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটা কম। লকডাউন কঠোরভাবে কার্যকরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা মাঠে তৎপর রয়েছে। পাশাপাশি কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৪০জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ২৬০টি নমুনা পরীক্ষা করে এই ৪০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর বিপরিতে সংক্রমনের হার ১৫.৩৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তে সংখ্যা ৪ হাজার ১৫৭ জন। আর মৃত্যু হয়েছে ১১৪ জনের।

শেয়ার