Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে একদিনে মৃত্যু ৭

০৪ জুলাই, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে একদিনে মৃত্যু ৭

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলায় প্রতিদিন মৃত্যু ও শনাক্ত বেড়েই চলেছে। শনিবার সকাল ৮ টা থেকে আজ রোববার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাতজন করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাছাড়া নতুন করে ১৩২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮৬ জনের। শনাক্তের হার ৪৬দশমিক ১৫ শতাংশ।

সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, নতুন ১৩২ জন আক্রান্তদের মধ্যে সদরে ৪৭ জন, বালিয়াডাঙ্গীতে ১৫ জন, পীরগঞ্জে ২১ জন, রাণীশংকৈলে ৪০ জন এবং হরিপুরে ০৯ জন।

তাছাড়া সদরে চারজন, রাণীশংকৈলে একজন, পীরগঞ্জে একজন এবং হরিপুরে একজন মোট সাতজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি জানান, ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা এখন ৩৭৩৫ জন, যাদের মধ্যে ২২৬১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং এপর্যন্ত মোট মৃত্যু ৯৪ জন।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, শনিবার ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ টি মামলায় বিভিন্ন জনকে ২৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার