Top
সর্বশেষ

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু

০৫ জুলাই, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ২ জন মোট ৭ জন মারা গেছেন। সোমবার (৫ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৮১ টি নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৯ দশমিক ৭ ভাগ। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৮৫ জন, গোপালপুরে ২৬ জন, সখীপুরে ২৪ জন, ঘাটাইলে ১৭ জন, ধনবাড়িতে ১৬ জন, কালিহাতীতে ১৫ জন, বাসাইলে ১৩ জন, দেলদুয়ারে ১২ জন, মধুপুরে ৯ জন, মির্জাপুরে ৪ জন, নাগরপুর ও ভুঞাপুরে ৩ জন করে রয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৬৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৪১ জন। মৃত্যুবরণ করেছেন ১৩০ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.সাজেদুর রহমান জানান, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ৫০ জন ও উপসর্গ রয়েছে ৭৮ জনের।

শেয়ার