Top
সর্বশেষ

চট্টগ্রামের রাস্তায় ২০ ট্রাকে টিসিবির পণ্য

০৫ জুলাই, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ
চট্টগ্রামের রাস্তায় ২০ ট্রাকে টিসিবির পণ্য
চট্টগ্রাম প্রতিনিধি :

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের পঞ্চম দিন সোমবার (৫ জুলাই)। লকডাউন চলাকালে পোশাক কারখানা, আর্থিক প্রতিষ্ঠান ও জরুরি সেবা ছাড়া বন্ধ রয়েছে সকল প্রতিষ্ঠান। নিত্যপণ্যের বাজারেও নেই স্বস্তি। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

তাদের ভোগান্তির কথা চিন্তা করে সোমবার (৫ জুলাই) থেকে চট্টগ্রাম নগরী আবারও পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চট্টগ্রামে ২০টি ট্রাকে করে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

টিসিবির প্রতিটি ট্রাকে ৬শ’ থেকে ৮শ’ কেজি চিনি, ৩শ’ থেকে ৬শ’ কেজি মসুর ডাল ও ৮শ’ থেকে ১ হাজার ২শ’ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে। সামনে পরিস্থিতি বিবেচনায় এই বরাদ্দ আরো বাড়বে।

একজন ব্যক্তি ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ থেকে ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি ডাল এবং প্রতি লিটার ১০০ টাকা দরে সর্বোচ্চ ২ থেকে ৫ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমেদ বলেন, লকডাউন পরিস্থিতিতে সোমবার (৫ জুলাই) থেকে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে নগরে ২০টি ট্রাকে করে তিনটি পণ্য বিক্রি করা হচ্ছে। মাঝে ঈদের কয়েকদিন সাধারণ ছুটি বাদে ২৯ জুলাই পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।

তিনি বলেন, মানুষ যেন বেশি বেশি করে পণ্য কিনতে পারে এজন্য ডিলারদের বরাদ্দ বাড়ানো হচ্ছে। প্রতিটি ট্রাকে আগের চেয়ে বেশি তেল, ডাল ও চিনি সরবরাহ করা হবে। তবে কী পরিমাণ বাড়ানো হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ভোক্তাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য।

শেয়ার