Top
সর্বশেষ

রাঙামাটিতে সুবিধা বঞ্চিতদের পাশে সেনাবাহিনী

০৬ জুলাই, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
রাঙামাটিতে সুবিধা বঞ্চিতদের পাশে সেনাবাহিনী
রাঙামাটি প্রতিনিধি :

করোনাকালীন সময়ে রাঙামাটি পৌরসভা ও কাউখালী উপজেলার সুবিধা বঞ্চিত তিনশো পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (০৬জুলাই) সকালে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে রাঙামাটি পৌরসভা ও কাউখালী উপজেলার বাসিন্দাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি থেকে এসব ত্রান সামগ্রী তুলে দেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি।

এসময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস এম আমিনুল ইসলাম, পিএসসি, রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন, পিএসসি, অন্যান্য সেনা কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তার মধ্যে চাল সাড়ে ৫ কেজি, আটা ১ কেজি, ডাল আড়াই কেজি, আলু ১কেজি, লবন আধা কেজি, পেয়াজ ১কেজি, তেল ১ লিটার বিতরণ করা হয়।

বিতরণকালে রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ মানুষের মাঝে ত্রান বিতরন করে আসছে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি পৌরসভা ও কাউখালী উপজেলার তিনশো সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

শেয়ার