Top
সর্বশেষ

লকডাউনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ জনকে জরিমানা

০৬ জুলাই, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ
লকডাউনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ জনকে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি :

কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নের জন্য টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে এবং র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ২৩ জনকে ১৩ হাজার ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় র‌্যাব-১২ সিপিসি-৩ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, বিধিনিষেধ অমান্য করে যারা আইন লংঘন করছে আমরা তাদেরকে আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছি। বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার