Top
সর্বশেষ

মাগুরায় চলতি মৌশুমে পাটের বাম্পার ফলন

০৭ জুলাই, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
মাগুরায় চলতি মৌশুমে পাটের বাম্পার ফলন
মাগুরা প্রতিনিধি :

চলতি মৌশুমে মাগুরা জেলার কৃষকরা পাটের ভালো ফলন পাওয়ার আশা করছে । আষাঢ় মাসে বৃষ্টিপাত বেশি হওয়াতে জেলার খাল-বিল ও নদীতে পানি বাড়তে শুরু করেছে । পানি বাড়ার সাথে সাথে ইতিমধ্যে জেলার অনেক কৃষকরা পাট কেটে জাগ নিতে শুরু করেছেন ।

মাগুরা জেলা কৃষি কর্মকর্তা জানান চলতি মৌসুমে আবহাওয়া ও নিদিষ্ট সময়ে বৃষ্টিপাত হওয়াতে এবার জেলায় পাটের বাম্পার ফলন হবে । জেলার চার উপজেলায় পাটের চাষ হয়েছে ৩৫ হাজার ৮২০ হেক্টর জমিতে। পাটের ভাল ফলন ভালো হওয়াতে এবার কৃষকরা ভালো দামে পাট বিক্রি করতে পারবেন বলে আশা করছেন ।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার চার উপজেলায় সদরে ১১ হাজার ৫০ হেক্টর, শ্রীপুরে ১০ হাজার ৮৫ হেক্টর, শালিখায় ৩ হাজার ৮৮৫হেক্টর ও মহম্মদপুরে ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা থেকে ৪ লাখ ৪৭ হাজার ৭৫০ বেল পাট উৎপাদিত হবে বলে আশা প্রকাশ করে কৃষি বিভাগ।

কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, চলতি মৌসুমে জেলার চার উপজেলায় রবি পাট-১, জেআরও-৫২৪ এবং ও৯৮-৯৭ জাতের পাটের চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ও সময়মত বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা ভালোভাবে পাট চাষ করতে পেরেছেন । এ বছর পাটের ভালো দাম পাবেন বলে মনে করছেন জেলার কৃষকরা ।

মাগুরা সদর উপজেলার কাপাসহাটি গ্রামের কৃষক বাবুল শিকদার জানান, তিনি এ মৌসুমে ২একর জমিতে পাট চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। চাষকৃত জমি থেকে প্রায় ৮০ থেকে ৯০মন পাট পাবেন বলে আশা করছেন তিনি। পুরোদমে বাজারে পাট ওঠা শুরু হলে ভালো দামে পাট বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

অপর কৃষক সদরের পারনান্দুয়ালী গ্রামের আজিজ শেখ জানান, ২ বিঘা জমিতে পাট চাষ করেছি।ফলন ভালো হবে আশা করছি। ভালো দামে পাট বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক জানান , চলতি বছর লক্ষ্যমাত্রার তুলনায় অধিক জমিতে পাট চাষ হয়েছে। কৃষি বিভাগ পাট চাষ সফল করতে কৃষকদের প্রশিক্ষণ,পরামর্শসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করায় কৃষকরা ভালোভাবে পাট চাষ সম্পন্ন করেছে। ফলনও ভালো হয়েছে। কৃষকরা এবার পাটের ভালো দাম পাবে বলে আশা করছি।

শেয়ার