ভারতের পশ্চিমবঙ্গের সকল মুখ্যমন্ত্রীদের জন্মদিন পালিত হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়। বৃহস্পতিবার ছিল জ্যোতি বসুর ১০৭তম জন্মদিন। বাজেট অধিবেশনের মধ্যেই জ্যোতিবাবুর জন্মদিন উদ্যাপনের আয়োজন করা হয়েছিল। অথচ এবারই বিধানসভায় বাম প্রতিনিধিত্ব শূন্য হয়ে গিয়েছে। তাই গত ১১ বছরে এই প্রথমবার জ্যোতিবাবুর জন্মদিনে তাঁর ছবিতে মাল্যদান করতে পারলেন না কোনও সিপিএম তথা বাম বিধায়ক। বরং প্রয়াত মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান করেন বামবিরোধী দর্শনে বিশ্বাসী বিধায়করা। অনেকে আবার ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন। –আনন্দবাজার পত্রিকা
বিধানসভায় প্রয়াত মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। বাম-কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে লড়াই করে জয়ী হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনিও মাল্যদান করেন।