Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, আর্জেন্টিনার অনুপ্রেরণা ‘ল অফ অ্যাভারেজ’

১০ জুলাই, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, আর্জেন্টিনার অনুপ্রেরণা ‘ল অফ অ্যাভারেজ’

ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে মোটে একবার। তাও ৮৪ বছর আগে, ১৯৩৭ সালে। এরপর তিন ফাইনালে মুখোমুখি সেলেসাও আলবিসেলেস্তে, একবারও হাসি ফুটেনি আর্জেন্টাইনদের মুখে। এমন পরিসংখ্যানে তারা জয়ের আশা করে কিভাবে? তবে পরিসংখ্যান তো সবকিছু নয়, এবার একটা নতুন ইতিহাস হতে পারে, একটা স্বপ্ন দেখতে আলবিসেলেস্তে সমর্থকদের ক্ষতি কি।

ইতিহাসটা দেখুন। ফাইনালের হিসেবটা শুরুতেই জেনে গেছেন। নিজেদের মাঠে শেষ কোপা আমেরিকা ম্যাচটা ব্রাজিল হেরেছিল সেই নব্বইয়ের দশকে। আর্জেন্টিনা দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় মেসিই তখনো হাঁটি হাঁটি পা পা করছেন, কোচ স্ক্যালোনি তখনো শুরু করেননি পেশাদার ফুটবল খেলাই!

এরপর আসুন প্রতিযোগিতামূলক ম্যাচে দুই দলের দ্বৈরথের হিসেবে। আর্জেন্টিনার সর্বশেষ জয়টা সেই ২০০৫ সালে, যখন মেসি ঠিক মেসি হয়ে ওঠেননি, হুয়ান রোমান রিকেলমে খেলতেন দলের দশ নম্বর জার্সি পরে, ঠিক তখন।

সেবার বিশ্বকাপ বাছাইপর্বে দলের জয়ের পর ব্রাজিল আর্জেন্টিনা কোপা আমেরিকা আর বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছে আরও অনেক ম্যাচ। সে সবগুলোই শেষ হয়েছে সাম্যাবস্থায় আর নাহয় হলুদ উচ্ছ্বাসে।

তার মানে দাঁড়াচ্ছে লিওনেল মেসিও কোনোদিন ব্রাজিলের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে জেতেননি। আর্জেন্টাইন অধিনায়কের তো আরও বহু দিক থেকেই হতাশায় পড়ার কথা! নিজে ফাইনাল খেলেছেন চারটা, হেরেছেন চারটিতেই। তার ফাইনালের পারফর্ম্যান্সটা দেখুন, এই সময়ে গোল-অ্যাসিস্ট তো দূরের কথা, স্বরূপেই তো খেলতে পারেননি তিনি! ক্যারিয়ারের সূর্য যখন মধ্যগগনে, তখনই পারেননি, এখন পারবেন কোত্থেকে?

তবে এবার কে জানে পাশার দানটা উলটে যায় কিনা! ‘ল অফ অ্যাভারেজ’ বলেও তো একটা কথা আছে নাকি? ‘ল অফ অ্যাভারেজ’ হচ্ছে একটা বিষয়, যেখানে পরিসংখ্যানে শ্রেয়তর বিষয়টাকে একটু পিছিয়ে রাখা হয়, প্রকৃতি ভারসাম্য পছন্দ করে কিনা! সেই পরিসংখ্যানে এগিয়ে আছে ব্রাজিল, পিছিয়ে আছে মেসির আর্জেন্টিনা। পরিসংখ্যানে পিছিয়ে বলেই ‘ল অফ অ্যাভারেজের’ খাতায় এগিয়ে আলবিসেলেস্তেরা।

এতদিন হেরেছেন ফাইনালে, প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের কাছে, করতে পারেননি পারফর্মও। সেই ‘ল অফ অ্যাভারেজের’ হিসেব যদি করা হয় তাহলে তো আজই সে দিন, সে মাহেন্দ্রক্ষণ হওয়ার কথা!

কোপা আমেরিকার গতিপ্রকৃতিও বলছে তাই। চলতি টুর্নামেন্টে মেসি করেছেন চার গোল, করিয়েছেন আরও পাঁচটি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েই নিয়ে এসেছেন আরও একটা কোপা আমেরিকার ফাইনালে। সে ধারাটা ফাইনালে ধরে রাখা গেলেই তো কেল্লা ফতে!

সেই ‘ল অফ অ্যাভারেজের’ কাঁটায় হোক, কিংবা অন্য কোনো নিয়ামকের জোরে, আর্জেন্টিনা জিতুক এটাই নিশ্চয়ই চাইবেন আলবিসেলেস্তে খেলোয়াড়-সমর্থকরা। সেটা হলে যে ২৮ বছরের শিরোপাখরাও যায় কেটে!

শেয়ার