Top
সর্বশেষ

চট্টগ্রামে সংক্রমণ দ্রুত বাড়ছে

১৫ জুলাই, ২০২১ ১১:১৭ পূর্বাহ্ণ
চট্টগ্রামে সংক্রমণ দ্রুত বাড়ছে
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। জুলাইয়ে মাসে রোগী বেড়েই চলেছে। প্রতিদিন যে হারে করোনা রোগী বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া গ্রামে সংক্রমণ বাড়ছে খুব দ্রুত। একেকদিন একেক উপজেলায় রোগী বাড়ছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানান যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। এ সময়ে করোনায় নতুন করে মারা গেছেন ১০ জন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫৫৫ জন। শনাক্তের মধ্যে নগরীর ৫২ হাজার ৪২৩ জন। উপজেলায় ১৬ হাজার ১৩২ জন। নতুন ১০ মৃত্যুর মধ্যে ৩ জন নগরীর, ৭ জন উপজেলার। এ পর্যন্ত মোট ৮১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১১ জন নগরীর। উপজেলায় মারা গেছেন ২৯৯ জন।

বর্তমানে নগরীর পাশাপাশি উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন ভারতীয় ধরনে (ডেল্টা প্রজাতি) চট্টগ্রামে সংক্রমণ হার বাড়ছে। একই সঙ্গে হাসপাতালেও রোগীর তিল ধারণের জায়গা নেই। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি না মানার কারণে এতো সংখ্যাক রোগী বাড়ছে। নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণ গতি পেয়েছে। এছাড়া যারা বাসায় আক্রান্ত হন, অধিকাংশ আইসোলেশনে যায় না। সবার সাথে মেলামেশা করার ফলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছে।

এ বছরের প্রথম তিন মাসের সংক্রমণ চিত্র আর বর্তমান পরিস্থিতির তুলনা করলে সংক্রমণের ঊর্ধ্বমুখীতার প্রমাণ মেলে। ২০২১ সালের জানুয়ারি মাসে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ২৬২৪ আর মৃত্যু ১০ জনের। ফেব্রুয়ারিতে শনাক্ত ১৯২৩ আর মৃত্যু ৪ জনের। মার্চে ৫১১০ আর মৃত্যু ১৩ জনের। চলতি মাসের শেষ ১৪ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ৯২৩৯ আর মৃত্যু ৯৪ জনের। এতে বোঝা যায় সংক্রমণ কি হারে বাড়ছে। একই সঙ্গে মৃত্যুও বাড়ছে। করোনা রোগী বাড়ায় ইতিমধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাধারণ রোগী ভর্তি বন্ধ রয়েছে।

করোনার সংক্রমণ বাড়লে মানুষ মাস্ক পরতে উদাসীন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। মাস্ক পরতে হবে। হাত ধোয়ার অভ্যাস থাকতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে।

গত ২৪ ঘণ্টায় উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে, হাটহাজারীতে ৫৩, সীতাকুণ্ডে ১৮, লোহাগাড়া ১২, সাতকানিয়া ৭, বাঁশখালীতে ৯, আনোয়ারা ৭, চন্দনাইশ ১২, পটিয়ায় ৩৬, বোয়ালখালীতে ১৯, রাঙ্গুনিয়া ২৪, রাউজান ১৪, ফটিকছড়িতে ৪২, সন্দ্বীপে ১২ ও মিরসরাইয়ে ২৯ জন।

এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৪২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডি ১৬৪ জন, চমেকে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এন্টিজেন টেস্টে ১০৭৭ নমুনায় ৩২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া ইমপেরিয়ালে ১১১ নমুনায় ৪২ জন, শেভরনে ১১৪ নমুনায় ৭১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৪ নমুনায় ২৭ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২০টি নমুনায় ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৭০ নমুনায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটি আর এল ৩০ নমুনায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

শেয়ার