Top
সর্বশেষ

নবগঙ্গা নদীতে বাধ তৈরী করে পোনা মাছ শিকার

১৬ জুলাই, ২০২১ ১:২০ অপরাহ্ণ
নবগঙ্গা নদীতে বাধ তৈরী করে পোনা মাছ শিকার
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার বিভিন্ন স্থানে আবার বেপরোয়া হয়ে উঠেছে নদী ও খালে বিলে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ শিকারী কিছু সমাজবিরোধী মৌসুমী জেলেরা। মাগুরা শহরের একদম সন্নিকটে নবগঙ্গা নদী ও নারায়ণ ঠাকুরের খালে চলছে দেশি মাছের পোনা নিধনের এক বিশাল কর্মযজ্ঞ। মাত্র ৪০ থেকে ৫০ হাত দূরে দূরে নির্মাণ করা এই সব বাঁধ এর ভেতর দিয়ে মাছ তো দূরের কথা পানিও ঠিকমতো, চলাচল করতে পারে না ।

এলাকাবাসীর অভিযোগ মৎস্য বিভাগের কিছু অসাধু কর্মচারীদের সহায়তায় প্রশাসন কর্তৃক ভেঙে দেয়া সত্ত্বেও এরা বারবার এসব বাঁধ নির্মাণ করছে। এদের কারণে দেশি মাছ বিলুপ্ত হওয়ার পথে, ফলে মাছের মৌসুমেও মাছের দেখা পান না এলাকাবাসী, অথচ এই দুই জলাশয়ের মাছ দিয়ে একসময় পুরো মাগুরা শহরের মাছের চাহিদা মেটানো সম্ভব ছিল। সরেজমিনে দেখা যায় আঠারখাদা গ্রামের জীবন বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, বাঁশি রাম, গোপাল বিশ্বাস, সুজিত বিশ্বাস, ফেলু, নাজনুন ও বাঘাঢ় সহ সকল মৎস্য সন্ত্রাসীদের অবৈধ বাঁধ গত মাসে প্রশাসন ভেঙে দেয়ার পরও পুনরায় বাঁধ নির্মাণ করেছেন। এসকল সমাজবিরোধী মৎস্য সন্ত্রাসীদের দৌরাত্ম্যে খালে নদীতে গোসল করতে বাধা প্রাপ্ত হন শিশু ও প্রাপ্ত বয়স্করা ।

এলাকাবাসী এসব বাঁধ উচ্ছেদসহ এই অসাধু জেলেদের জেল-জরিমানার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

শেয়ার