Top
সর্বশেষ

চট্টগ্রামে ৯ মৃত্যুর ৮ জনই উপজেলার

১৬ জুলাই, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
চট্টগ্রামে ৯ মৃত্যুর ৮ জনই উপজেলার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। জুলাইয়ে মাসে রোগী বেড়েই চলেছে। অধিকাংশ হাসপাতালে ইতিমধ্যে শয্যা সংকট দেখা দিয়েছে। প্রতিদিন যে হারে করোনা রোগী বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া গ্রামে সংক্রমণ বাড়ছে খুব দ্রুত। একেকদিন একেক উপজেলায় রোগী বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮০২ জন। এ সময়ে করোনায় নতুন করে মারা গেছেন ৯ জন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৩৫৭ জন। শনাক্তের মধ্যে নগরীতে ৫২ হাজার ৮৭৫ জন। উপজেলায় ১৬ হাজার ৪৮২ জন। নতুন ৯ মৃত্যুর মধ্যে ১ জন নগরীর, ৮ জন উপজেলার। এ পর্যন্ত মোট ৮১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১২ জন নগরীর। উপজেলায় মারা গেছেন ৩০৭ জন।

শুক্রবার (১৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। ৭টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২৫৪৭ জনের নমুনা পরীক্ষায় ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৪৫২ জন। উপজেলায় ৩৫০ জন।

বর্তমানে নগরীর পাশাপাশি উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন ভারতীয় ধরনে (ডেল্টা প্রজাতি) চট্টগ্রামে সংক্রমণ হার বাড়ছে। একই সঙ্গে হাসপাতালেও রোগীর তিল ধারণের জায়গা নেই। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি না মানার কারণে এতো সংখ্যাক রোগী বাড়ছে। নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণ গতি পেয়েছে। এছাড়া যারা বাসায় আক্রান্ত হন, অধিকাংশ আইসোলেশনে যায় না। সবার সাথে মেলামেশা করার ফলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছে।

এ বছরের প্রথম তিন মাসের সংক্রমণ চিত্র আর বর্তমান পরিস্থিতির তুলনা করলে সংক্রমণের ঊর্ধ্বমুখীতার প্রমাণ মেলে। ২০২১ সালের জানুয়ারি মাসে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ২৬২৪ আর মৃত্যু ১০ জনের। ফেব্রুয়ারিতে শনাক্ত ১৯২৩ আর মৃত্যু ৪ জনের। মার্চে ৫১১০ আর মৃত্যু ১৩ জনের। চলতি মাসের শেষ ১৫ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ১০০৪২ আর মৃত্যু ১০৪ জনের। এতে বোঝা যায় সংক্রমণ কি হারে বাড়ছে। একই সঙ্গে মৃত্যুও বাড়ছে। করোনা রোগী বাড়ায় ইতিমধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাধারণ রোগী ভর্তি বন্ধ রয়েছে।

করোনার সংক্রমণ বাড়লে মানুষ মাস্ক পরতে উদাসীন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। মাস্ক পরতে হবে। হাত ধোয়ার অভ্যাস থাকতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে।

উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে, হাটহাজারীতে ৭৬, সীতাকুণ্ডে ১৩, লোহাগাড়া ৮, সাতকানিয়া ১১, বাঁশখালীতে ১৪, আনোয়ারা ৩, চন্দনাইশ ১৫, পটিয়ায় ২৬, বোয়ালখালীতে ১৬, রাঙ্গুনিয়া ৪৭, রাউজান ৩৩, ফটিকছড়িতে ৩৯, সন্দ্বীপে ১৯ ও মিরসরাইয়ে ৩০ জন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৭৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৮০, বিআইটিআইডি ১২৮ জন, চমেকে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এন্টিজেন টেস্টে ১০৬৯ নমুনায় ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভাসুতে ২৪৮ নমুনায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শেভরনে ২৭০ নমুনায় ৬৫ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪৩টি নমুনায় ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যালে চট্টগ্রামের ১২ নমুনায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার