Top
সর্বশেষ

থামছেই না যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন

১৬ জুলাই, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
থামছেই না যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর এনায়েতপুর এলাকায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় লাখ লাখ টাকার বালু উত্তোলন করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহনেও এ অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, উক্ত উপজেলার এনায়েতপুর বেড়িবাঁধ এলাকাসহ অনান্য স্থানে ওই মহলের ছত্রছায়ায় ড্রেজিং মেশিন দিয়ে লাখ লাখ টাকার অবৈধভাবে বালু উত্তোলন করছে দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট প্রশাসন এ বালু উত্তোলন রোধে লাখ লাখ টাকা জরিমানাও করেছে। এমনকি ড্রেজিং মেশিনেও আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এতেও এ অঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন থামছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলছেন, শুধু এনায়েতপুরই নয় যমুনা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা করেও কাজ হয়নি। এমনকি ড্রেজিং মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে। এতেও অবৈধভাবে এ বালু উত্তোলন থামছে না। এদিকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ওই উপজেলার সোদিয়া চাঁদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন সরকার (উদয় মেম্বর) সোমবার জেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় যমুনা নদী থেকে একটি মহলের ছত্রছায়ায় ড্রেজার ও ভাল্বহেড মেশিন দিয়ে অবৈধভাবে এ বালু উত্তোলন করছে দীর্ঘদিন ধরে। এতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত এনায়েতপুর বেড়িবাঁধ এখন ভাঙ্গনের উপক্রম। স্থানীয়রা এ অবৈধ বালু উত্তোলনে নিষেধ করেও কাজ হচ্ছে না। বরং তাদের উপর আরো ক্ষীপ্ত হয়ে ওঠে ওই অভৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে তাঁত সমৃদ্ধ ওই এলাকা নদী ভাঙ্গনের কবলে পড়তে পারে বলে আশংকা রয়েছে। এ বিষয়ে জরুরী ভিত্তিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে দাবী জানান তিনি।

শেয়ার