Top
সর্বশেষ

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

১৭ জুলাই, ২০২১ ১২:১২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস কোভিড-১৯ ও উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৩ জনে। এ দিন ৫৪ নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮১.৪৮ শতাংশ।

শুক্রবার (১৬ জুলাই) রাতে পর্যন্ত চুয়াডাঙ্গায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই হাজার ১১২ জন। এর মধ্যে নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৯৭৩ জন ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩৯ জন।এদিকে শুক্রবার (১৬ জুলাই) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৫৪টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন ৪৪ জনের মধ্যে সদরের ২৯ জন, আলমডাঙ্গায় আট জন, দামুড়হুদা উপজেলায় ৭ জন রয়েছে।

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম জানান, গত ২৪ ঘণ্টয় করোনা আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, হাসপাতালে প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। বর্তমানে অক্সিজেনের চাহিদা বেড়েছে। প্রতিদিন ১৫শ থেকে ২ হাজার লিটার অক্সিজেন লাগছে। তবে অক্সিজেনের কোনো ঘাটতি নেই।

শেয়ার