Top
সর্বশেষ

ভগ্নিপতির হাতে শ্যালক খুন

১৭ জুলাই, ২০২১ ৬:০৪ অপরাহ্ণ
ভগ্নিপতির হাতে শ্যালক খুন
যশোর প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের স্কুলছাত্র এহতেশাম মাহমুদ রাতুল হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে যশোর ডিবি পুলিশ। ডিবি পুলিশ বলছে শ্বশুরের দ্বারা অপমানের প্রতিশোধ নিতে শ্যালক রাতুলকে হত্যা করে ভগ্নিপতি শিশির আহমেদ(১৯)। গত শুক্রবার দুপুরে চট্র্রগ্রামের পতেঙ্গা এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) জাহাঙ্গীর আলম। আটক শিশির আহমেদ ঝিনাইদাহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের হায়দার আলী মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বলা হয় প্রায় এক বছর আগে বাজিপোতা গ্রামের মহিউদ্দিনের মেয়ে মাহমুদা মমতাজ মিমকে ভালোবেসে বিয়ে করে শিশির। কিন্তু এ বিয়ে মেনে নিতে পারেননি মহিউদ্দিন। একদিন তিনি শিশিরকে ডেকে বকাঝকা করেন। এর প্রতিশোধ নিতে শিশির তার শ্যালক রাতুলকে হত্যার পরিকল্পনা করে। গত ১১ জুলাই শিশির তার স্ত্রীর মোবাইল ফোন থেকে ফোন করে রাতুলকে ডেকে আনে চৌগাছায়। বেড়ানোর কথা বলে তাকে ডেকে এনে নিয়ে যায় চৌগাছার লস্করপুর শ্মাশান মাঠের একটি পাট ক্ষেতে। সেখানে গাঁজা সেবন এবং কোমল পানীয়র মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রাতুলকে পান করতে দেওয়া হয়। এর পর রাতুল অচেতন হয়ে পড়লে শিশির তার নাক মুখে স্কচটেপ দিয়ে মুড়িয়ে শ্বাসরোধে হত্যা করে।

পরে বাড়ি ফিরে রাতুলের মোবাইল ফোন ঘরে লুকিয়ে রেখে শিশির তার ট্রাক চালক বাবার ট্রাকে চেপে চট্রগ্রামের পতেঙ্গা এলাকায় পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জাহাঙ্গীর আলম বলেন রাতুল হত্যা মামলাটি ছিল ক্লুলেস। মামলাটি ডিবি পুলিশের এসআই শামীম হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে অভিযুক্তকে শনাক্তের পর তাকে আটক করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে রাতুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন, ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার, এস আই মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসেন জানান ঘটনার সাথে আর কেউ জড়িত ছিল কিনা তা জানতে আটক শিশিরকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হবে। নিহত এহতেশাম মাহমুদ রাতুল(১৮) ঝিনাইদহ জেলার বাজিপোতা গ্রামের মোঃ মহিউদ্দীনের ছেলে। সে ঝিনাইদহের মহেশপুর থানার সামবাজার এম.পি.বি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ছিল।

শেয়ার