Top
সর্বশেষ

যমুনায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত আটক

১৭ জুলাই, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
যমুনায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত আটক
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের যমুনা নদীতে কোরবানী গরু ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) গভীর রাতে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের রামাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে রাম দা, বাঁশের লাঠি, পাম্প মেশিনের হ্যান্ডেল, পাখা, লোহার রড ও ডাকাতি কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডী গ্রামের আব্দুল হাকিমের ছেলে সবুজ মিয়া ওরফে বাবু (২২) ও আব্দুল আজিজের ছেলে আলতাফ হোসেন (২৫)। এসময় ডাকাত আলমসহ স্থানীয় কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

শনিবার (১৭ জুলাই) দুপুরে সত্যতা নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী। তিনি জানান, উপজেলার যমুনা চরাঞ্চলে স্থানীয় ডাকাত আলমের নেতৃত্বে চুরি, ছিনতাই ও ডাকাতি করতো তাদের একটি দল। শুক্রবার রাতে তাদের প্রধান আলম ডাকাতসহ তার পাঁচ সহযোগি ডাকাতির প্রস্তুতি নেয়। ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে এমন তথ্য পেয়ে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেলেও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। শনিবার দুপুরে গ্রেফতারকৃত দুই ডাকাতকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার