Top
সর্বশেষ

কোরবানির হাটে মেসি-নেইমারের দাম সাড়ে ৫ লাখ টাকা!

১৭ জুলাই, ২০২১ ৬:৪৯ অপরাহ্ণ
কোরবানির হাটে মেসি-নেইমারের দাম সাড়ে ৫ লাখ টাকা!
টাঙ্গাইল প্রতিনিধি :

আর মাত্র তিনদিন, এরপরই কোরবানির ঈদ। ঈদ উপলক্ষে এক সপ্তাহের জন্য লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। পশুর দামও চড়া।

টাঙ্গাইলের ভূঞাপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম গোবিন্দাসী পশুর হাট। হাটে তোলা হয়েছে রাজস্থান হারিয়ানা কালো রঙের আকর্ষনীয় ও শুশ্রী দুটি খাসি। দাম হাকা হয়েছে সাড়ে ৫ লাখ টাকা। খাসি দুটির নাম রাখা হয়েছে বর্তমান সময়ের দুই সেরা ফুটবলার মেসি এবং নেইমারের নামে।

খাসি দুটির মালিক পশু ব্যবসায়ী শাহীনুল ইসলাম বলেন, আমার খাসির মতো এত বড় খাসি পুরো জেলার মধ্যে আর নেই । তিন বছর ধরে অতি যত্নসহকারে লালন-পালন করে বড় করেছি মেসি-নেইমারকে। দেশীয় উপকরণ খৈল, ভুট্টা, ভুষি খাদ্য খাইয়ে বড় করেছি। খাসি দুটির ওজন প্রায় ১৮০ কেজি হবে। দাম চাচ্ছি সাড়ে ৫ লাখ টাকা। ক্রেতারা দাম করতেছে। তবে সাড়ে ৪ লাখ টাকা হলে বিক্রি করবো। ছাগল দুটি দেখতে হাটে ভীড় জমাচ্ছে শতশত লোক। ক্রেতা সিরাজ মিয়া বলেন, মেসি-নেইমারকে দেখে পছন্দ হয়েছে। তবে দাম একটু বেশি। আড়াই লাখ টাকা হলে কিনতে পারতাম।

স্থানীয়রা বলেন, খাসি দুটি দেখতে অসাধারণ। এরকম বড় খাসি এর আগে কোনদিন দেখি নাই। ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন দেবনাথ জানান, খাসি দুটি ক্রসজাতের। সাধারণত এগুলো মাংসের জন্য পালন করা হয়। অল্প সময়ে দ্রুত বর্ধন হয়, লাভও বেশি।

শেয়ার