Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

রোনালদোকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের পথে মেসি

১৮ জুলাই, ২০২১ ১২:২০ অপরাহ্ণ
রোনালদোকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের পথে মেসি

দলীয় হোক কিংবা ব্যক্তিগত, জীবনে কতশত ট্রফি জিতেছেন লিওনেল মেসি তার যেন ইয়ত্তা নেই। সর্বশেষ যে শিরোপাটা জিতলেন তার কি কোনো তুলনা হয়? মেসির কাছে তো বটেই, সম্ভবত গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভক্তদের কাছেও নয়। তাই তো কোপা আমেরিকার শিরোপা নিয়ে তোলা এক ছবি ছাড়িয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড। একটা বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে, এখন আছে আরও এক রেকর্ডের পথেই!

গোটা ক্যারিয়ারেই মেসি বলে এসেছেন, ‘ব্যক্তিগত রেকর্ড বা অর্জন নয়। দলের অর্জনই আমার কাছে মূখ্য।’ তবে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী যতই বলুন, ব্যক্তিগত সব রেকর্ড তার পায়ে লুটিয়ে পড়েছে ঠিকই। মাঠের বাইরেও এবার একটা রেকর্ড এসে লুটিয়ে পড়েছে মেসির পায়ে।

ব্রাজিলকে তাদেরই ঐতিহ্যবাহী মাঠ এস্তাদিও দে মারাকানায় হারিয়ে তার আর্জেন্টিনা শিরোপা জিতেছে ২৮ বছর পর। এরপর সাজঘরে খালি গায়ে পরম আরাধ্য সেই শিরোপার সঙ্গে একটা ছবি তুলেছিলেন মেসি। রেকর্ড গড়েছে আর্জেন্টাইন অধিনায়কের সেই ছবি। এই প্রতিবেদন লেখার আগতক সে ছবি ‘লাভ’ প্রতিক্রিয়া পেয়েছে প্রায় ২ কোটি ৬৫ হাজার ৩৬০টি।

তাতেই গড়া হয়ে গেছে রেকর্ড। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এখন ইনস্টাগ্রাম ইতিহাসের সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ‘ক্রীড়া বিষয়ক’ ছবি হয়ে দাঁড়িয়েছে সে ছবি। এর আগে ক্রিশ্চিয়ানো গত ২৫ নভেম্বর কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তাকে শ্রদ্ধা জানিয়ে একটা ছবি প্রকাশ করেছিলেন, যাতে প্রতিক্রিয়া এসেছিল প্রায় দুই কোটি। মেসির কোপা আমেরিকার ছবি পেরিয়ে গেছে সেটাই।

সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ‘ক্রীড়া বিষয়ক’ ছবি তো বনে গেছে। এবার সে ছবি আছে সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ছবি হওয়ার দৌড়ে। তবে সেটা হতে গেলে আরও বহুদূরের পথ পাড়ি দিতে হবে ছবিটিকে। ২০১৯ সালের ৪ জানুয়ারি তোলা একটা ডিমের ছবি এখনো আছে এই তালিকার শীর্ষে। সে ছবির প্রতিক্রিয়া সংখ্যা জানলে আপনার চক্ষু চড়কগাছই হয়ে যেতে পারে। ওয়ার্ল্ডরেকর্ডএগ নামক অ্যাকাউন্ট থেকে নেহায়েত মজার ছলে পোস্ট করা ছবিটিতে এখন পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে সাড়ে পাঁচ কোটিরও বেশি।

তবে তালিকার দ্বিতীয় স্থানে মেসির এই ছবি উঠে যাওয়াটা খুব সম্ভব। ২ কোটি ৬০ লাখের কিছু বেশি প্রতিক্রিয়া নিয়ে তালিকার দুইয়ে আছে আরিয়ানা গ্রান্দের বিয়ের এক ছবি। এরপরই আছে এক্সএক্সএক্সটেনাসিওনের অ্যাকাউন্ট থেকে আসা একমাত্র ছবিটি, যাতে রিঅ্যাকশন পড়েছে ২ কোটি ৫০ লাখের মতো। চার আর পাঁচে আছেন বিলি আইলিশ, তার দুটো ছবিতে প্রতিক্রিয়া পড়েছে যথাক্রমে ২ কোটি ৩০ লাখ আর ২ কোটি ২০ লাখের কিছু বেশি প্রতিক্রিয়া।

শেয়ার