Top
সর্বশেষ

দুই উপজেলায় ১৫ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

১৮ জুলাই, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
দুই উপজেলায় ১৫ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

দেশে করোনাভাইরাস সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে, সরকার কঠোর লকডাউনের মত সিদ্ধান্ত ও নিতে বাধ্য হয়েছে। তবে ঈদ কে সামনে রেখে সরকার সেই কঠোর লকডাউন শিথিল করেছে। তবে করোনায় কর্মহীন রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার বেকার ও অসহায় ১৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ৫০,০০০ মাস্ক বিতরণ করা হয়। ব্যক্তিগত অর্থায়নে এসব সহায়তা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

রোববার (১৮ জুলাই) দুপুরে কাজী ইরাদত আলীর ব্যক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে রাজবাড়ী সদরের গোল্ডেশিয়া জুট মিলস্ চত্তরে স্বাস্থ্যবিধি মেনে এই মানবিক খাদ্য সহায়তা বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

এ সময় পুলিশ সুপার মোঃ শাকিলুজ্জামান, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান ও রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সেক্রেটারী সফিকুল ইসলাম এবং সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারীগণ উপস্তিত ছিলেন।

পরে ট্রাকযোগে ১৮টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকায় ওই খাদ্য সহায়তার প্যাকেট পাঠানো হয়।

শেয়ার