Top
সর্বশেষ

৪% সুদে দিনাজপুর পল্লী উন্নয়ন বোর্ডের ঋণ বিতরণ

১৯ জুলাই, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
৪% সুদে দিনাজপুর পল্লী উন্নয়ন বোর্ডের ঋণ বিতরণ

ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এস‌এম‌ই ‌‌‌‌ঋণের ১কোটি ৯৬ লক্ষ টাকার ৪ শতাংশ হারে সুদে ঋণ বিতরণ করেছে দিনাজপুর পল্লী উন্নয়ন বোর্ড। সোমবার (১৯জুলাই) দুপুর ২.৩০ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চন-১ এ ১১ জনের মাঝে ১১ লক্ষ টাকার চেক বিতরণ করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড।

দিনাজপুর পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর। উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিচালক আশরাফুল ইসলাম, বিরল উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, সদর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার গোলাম রহমান, জেলা দপ্তর সহকারী পল্লী উন্নয়ন অফিসার আনারুল ইসলামসহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, আপনারা সকলে আজকে যে এই প্রণোদনা ঋণ পেয়েছেন তা দিয়ে আপনাদের সাথে আপনাদের উদ্যোগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটাই আশা করি। আপনাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে দিনাজপুর এগিয়ে যাবে। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবেন। বর্তমান ভেরিয়েন্ট ছড়িয়ে গেছে এতে আক্রান্ত হলে খরচ অনেক ব্যয়বহুল যা আমাদের মতো মানুষদের পক্ষে খরচ পরিচালনা করা সম্ভব নয়। তাই আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে সকল কাজ পরিচালনা করবো।

দিনাজপুর পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর প্রণোদনা আওতায় দিনাজপুর এক কোটি 96 লাখ টাকা পেয়েছে। সেই টাকার মধ্যে আজকে ১১ জন ভুক্তভোগীর মাঝে 11 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বাকি টাকা পর্যায়ক্রমে ভুক্তভোগীদের মাঝে বিতরণ করা হবে। তারা যেন তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা। ৪% সুদে আমরা তাদেরকে ঋণ দিচ্ছি। ঋণের মেয়াদ দুই বছর।

শেয়ার