Top
সর্বশেষ

তেঁতুলিয়ায় শিক্ষকদের ঈদ বোনাসের টাকা তুলে নিলেন সুদ কারবারি

১৯ জুলাই, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় শিক্ষকদের ঈদ বোনাসের টাকা তুলে নিলেন সুদ কারবারি
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার একজন সুদ কারবারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের ঈদ বোনাসের টাকা তুলে নিয়েছেন। ওই শিক্ষকবৃন্দ বিভিন্ন কারণে চরা সুদে চেক বন্ধক রেখে অগ্রীম টাকা নিয়েছিলেন তার কাছে। শিক্ষকদের অভিযোগ দর্জিপাড়া গ্রামের কদু মিঞার ছেলে জাবের আলী প্রতিমাসে সূদের টাকা তাদের সোনালী ব্যাংক একাউন্ট থেকে তুলে নিলেও এবার বোনাসের টাকাও তুলে নিয়েছেন। তারা এবার ঈদ উদযাপন করতে পারছেননা। জানাগেছে ওই সুদ কারবারির কাছে উপজেলার প্রায় শতাধিক স্কুল শিক্ষক চেক বন্ধক রেখে বিভিন্ন সময় টাকা লেনদেন করছেন। তিনি স্কুল শিক্ষকদের জিম্মি করে সুদের টাকা তুলে এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। প্রতিহাজারে মাসিক ১’শ টাকা সূদ দিতে হয় তাকে।

অসুস্থতা, চিকিৎসা বা অন্যান্য কারণে স্কুল শিক্ষকদের বেতনের চেক নিয়ে তিনি চড়া সুদ বসিয়ে টাকা লেনদেন করেন। প্রতিমাসে তিনি নিজে শিক্ষকদের বেতন তোলেন। অসহায় শিক্ষকরা এবার পরিবারের জন্য ঈদ উপহার বা কোরবানিও দিতে পারছেন না। জানাগেছে ১৩ জন শিক্ষক তার কাছে বোনাসের টাকার জন্য বারবার ঘোরাঘুরি করলেও তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। বুড়িমুটকি সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফেরদৌস আলম লিটন চোখের পানি মুছতে মুছতে জানান, কয়েকমাস আগে চেক বন্ধক রেখে ১ লক্ষ টাকা নিয়েছিলাম জাবেরের কাছ থেকে । প্রতিমাসে ১০ হাজার টাকা তিনি আমার বেতন থেকে তুলে নেন । এবার বোনাসের টাকাও তুলে নিয়েছেন। আমি বার বার তার কাছ থেকে অন্তত: বোনাসের টাকাটা ফেরত চেয়েছি । কিন্তু তিনি দেননি। উল্টো আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। জাবের শিক্ষকদেরকে জিম্মি করে চড়্ াসূদে টাকার ব্যবসা করেন। এ ব্যাপারে জাবের আলী জানান কোন শিক্ষক আমার বিরুদ্ধে কোন কথা বলতে পারবেনা। আমি কোন সুদের ব্যবসা করিনা। উপজেলা নির্বাহী কর্মকতা সোহাগ চন্দ্র সাহা জানান,বিষয়টি অত্যন্ত অমানবিক। লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

শেয়ার