চলতি বছরের এখনও বাকি আছে পাঁচ মাসের বেশি সময়। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে ব্যালন ডি অর বিষয়ক আলোচনা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ব্যক্তিগত সাফল্যের সেরা পুরস্কার ব্যালন ডি অর জয়ের ক্ষেত্রে লিওনেল মেসিকে এগিয়ে রাখছেন অনেকেই।
সে তালিকায় যুক্ত হলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানও। বিশেষ করে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতার পর মেসির সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞ-বিশ্লেষকরা।
ইউরোপের ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে বার্সা টিভিতে দেয়া সাক্ষাৎকারে মেসির সম্পর্কে বলতে গিয়ে ব্যালন ডি অর প্রসঙ্গ টেনে এনেছেন কোম্যান। তার মতে, মেসিই এবারের সবচেয়ে যোগ্য দাবিদার, ব্যালন জেতার ক্ষেত্রে।
কোম্যান আরও যোগ করেন, ‘মেসি বারবার দেখিয়েছে, সে-ই বিশ্বের সেরা। আমি জানতাম, সে কোপা আমেরিকা জিততে কতটা মরিয়া ছিল। শেষ পর্যন্ত এটি পেরেছে। দুর্দান্ত মৌসুমের পর মেসিই ব্যালন ডি অরের যোগ্য দাবিদার। আমার মতে, সে-ই ফেবারিট।’