Top
সর্বশেষ

সাগরে নেমেছে আনোয়ারার ১০ হাজার জেলে

২৪ জুলাই, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
সাগরে নেমেছে আনোয়ারার ১০ হাজার জেলে
চট্টগ্রাম প্রতিনিধি :

গতকাল মধ্যরাতে শেষ হয়েছে সাগরে চলমান ৬৫ দিনের মৎস্য অবরোধ। করোনাভাইরাস ও ৬৫ দিনের সমুদ্র অবরোধের কারণে কষ্টে জীবনযাপন করছেন উপকূলের হাজার হাজার জেলেরা। এবার সেই নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে নেমেছে উপজেলার উপকূলীয় এলাকার ১০ হাজার জেলে। গত এক সপ্তাহ ধরে উপজেলার উপকূলের রায়পুর, গহিরার জেলে পল্লীগুলোতে দেখা গেছে সাগরের নামার ব্যাপক কর্মব্যস্ততা। এই দীর্ঘ ৬৫ দিন পর উপকূল ছেড়ে গিয়েছে সাড়ে ছয়’শ মাছ ধরার নৌকা। যার মধ্যে রয়েছে ১০ হাজার জেলে।

আনোয়ারা উপজেলা মৎস্য অফিস জানায়, উপকূলে ৬০০টি মাছ ধরার নৌকা আছে। এর মধ্যে উঠান মাঝির ঘাটে ২৮০টি,সাত্তার মাঝির ঘাটে ৪৫টি, ফকিরহাটে ১৭০টি,গলাকাটা ঘাটে ৩৫টি, পিচের মাথায় ৩৫টি ও বাছা মাঝির ঘাটে ৪০টি। অন্য নৌকাগুলো পারকি ও জুঁইদন্ডী এলাকার। শুক্রবার বিকেলে আনোয়ারা উপকূলে গিয়ে দেখা যায়, অনেকে নৌকায় জাল ওঠানোর কাজ সেরেছেন কয়েকদিন আগে , শেষ প্রস্তুতি হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাশাপাশি ওষুধ কিনে নৌকায় উঠতে ব্যস্ত দেখা গেছে জেলেদের।

’স্থানীয় জেলেরা জানান, জেলেরা নৌকা ও জাল মেরামতসহ সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছেন। কিছু ঘাটে নৌকার অসম্পূর্ণ কাজ ছিলো সেগুলো শেষ করেছে বিকালের মধ্যে । মাছ ধরার অপেক্ষায় রয়েছেন উপকূলের প্রায় দশ হাজারের বেশি জেলে। তাঁরে সব রকম প্রস্তুতিও শেষ পর্যায়ে। নিষেধাজ্ঞা শুরুর আগে জেলেদের জালে যে হারে ইলিশ ধরা পড়েছিল, এখন তার চেয়ে বেশি ইলিশ জালে আটকা পড়তে পারে বলে আশা করছেন তারা।

ফকির হাটের ব্যবসায়ী আবদুর আজিজ বলেন, নৌকাগুলোর জেলেরা একেকটি ট্রিপের জন্য ২৫ থেকে ৪৮ হাজার টাকার মালামাল কিনেছেন। আবহাওয়া ভালো থাকলে ভালো মাছ পাওয়া নিয়ে আশাবাদী । উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, ২৩ জুলাই রাতে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে । আনোয়ারা উপকূলের ১০ হাজার জেলে এবার সাগরে গিয়েছে।

শেয়ার