Top
সর্বশেষ

লকডাউন অমান্য করে ফেরি পারাপার

২৪ জুলাই, ২০২১ ৪:২২ অপরাহ্ণ
লকডাউন অমান্য করে ফেরি পারাপার
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কঠোর লকডাউন অমান্য ফেরি দিয়ে পারাপার করছে সব ধরনের যানবাহন। এতে করে বাড়ছে মানুষের চাপ। ফলে বেড়ে চলছে করোনা পরিস্থিতি। সরেজমিনে দেখা গেছে, গত দুই দিন ধরে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাটে মানুষের উপচে পড়া ভিড়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন শুক্রবার ও গতকাল শনিবার কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে মানুষের চাপ কমাতে পাড়ছে না। কারণ ফেরি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করার কারণে মানুষের ভিড় লেগেই থাকছে। ইজারাদার মাহাবুব লকডাউন অমান্য করে ফেরি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী লকডাউনে মধ্যে অ্যাম্বুলেন্স, বিদেশ ফেরত যাত্রী ও পণ্যবাহী যানবাহন ছাড়া কোনো প্রকার গাড়ি পারাপার করতে পারবে না। কিন্তু দুই দিন ধরেই মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটো রিকশা দেদারছে পারাপার হচ্ছে। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন জানান, নিয়ম অমান্য করলে ফেরি বন্ধ করে দেয়া হবে।

শেয়ার