Top
সর্বশেষ

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ

২৫ জুলাই, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ

বাংলাদেশ সফর থেকে মাত্র এক সপ্তাহের দূরত্বে আছে অস্ট্রেলিয়া। তবে এ সময়েই বড় এক দুঃসংবাদ পেতে হল অজিদের। দল ছিটকে গিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। হাঁটুর চোট নিয়ে তিনি ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশ সফরের ঠিক আগে বর্তমানে উইন্ডিজ সফরে আছে অস্ট্রেলিয়া। সেখান থেকেই বাংলাদেশে পা রাখার কথা অজিদের।

তবে ব্যক্তিগত কারণ, চোটসহ নানা কারণে আগে থেকেই এই দুই সিরিজে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ছিলেন না অস্ট্রেলিয়া দলে। এবার হাঁটুর চোট ছিটকে দিয়েছে ফিঞ্চকেও।

শেয়ার